আম্মুর আড়ি
মোহাম্মদ ওয়াসিম
বৃষ্টি এলো ঝুম ঝুমা ঝুম
মন বলেছে হেঁসে,
ইচ্ছে মতো ভিজতে হবে
খেলার মাঠে এসে।
ইলশেগুঁড়ি রূপ নিয়েছে
মাঠ হয়েছে কাঁদা,
খুব করে তাই আম্মু হলো
খেলার পথে বাধা।
আরও পড়ুনঃ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি – আব্দুল কাদের
যাসনে খোকা গগনতলে
মেঘ করেছে ভারী,
ভিজে যদি শরীর খানি
তোমার সাথে আড়ি।