লেখক সাংবাদিক আনোয়ার হোসেনঃ
জনাব তারেক রহমান আমার ভোট টা আপনার দলকেই দিতাম। যদি-
১) গত ১০ মাসে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নিউজ না আসতো,
২) ড: ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়ে সংস্কারগুলো বাস্তবায়ন করতেন,
৩) জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করতেন
৪) ক্ষমতার জোরে ইসরাক নগর ভবনের দড়জায় তালা না মারতো,
৫) ভারত প্রীতি বন্ধ করতেন,
আরও পড়ুনঃ জুলাই যুদ্ধে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন
৬) “নির্বাচন চাই” বলা বাদ দিয়ে যদি বলতেন- চাঁদাবাজি, দখলদারি বন্ধ চাই,
আমি কেন আপনাকে ভোট দেব? গত ১০ মাসে আপনি আমার কোন বিশ্বাস টা অর্জন করতে পেরেছেন? গত দশ মাসে আপনার দলের একজন কর্মীকে দেখান, যিনি জনগণের ভাষায় কথা বলেছেন? একটা ভালো কাজের উদাহরণ দেখাতে পারবেন?
বড়ই আফসোস লাগছে, ৫ই আগষ্টের পর যে দলটা হতো জনগণের মাথার মুকুট, সেই দলটার প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।