বান্দরবান প্রতিনিধিঃ
জুলাই ঘোষণাপত্রই দিতে পারে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্খায় হলো পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান ফ্যাসিবাদী চরিত্রের মূলোচ্ছেদ আর সেটা করতে হবে জন-আকাঙ্খার প্রতিফলন ঘটে এমন বিকল্প রাজনীতি দিয়ে।
ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গঠিত চব্বিশের গণঅভ্যুত্থানের রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)'র বান্দরবান জেলায় ‘জুলাই ঘোষণাপত্র: পাহাড়ের নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, রক্তাক্ত জুলাইয়ের পরও এ দেশের মানুষের অভিজ্ঞতা বড় তিক্ত। পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ডে জন-আকাঙ্খার প্রতিফল ঘটাতে দুঃখজকভাবে ব্যর্থ হয়েছে। এ অবস্থা জারি থাকলে আসন্ন নির্বাচন কোন টেকসই সমাধান দিতে পারবে না।
জেলা সংগঠক মোঃ নেজাম (ফারাব্বী)'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আপ বাংলাদেশ জেলা কমিউনিকেশন টিমের অন্যতম সদস্য আসিফ ইকবাল। আলোচনা সভায় বিশেষ আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মাহাথির ও ফায়াজ শাহেদ।
আরও পড়ুনঃ বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যা
অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ, মানবাধিকার কর্মী ও নারী নেত্রী মিস ডনাইপ্রু নেলী, লেখক ও আইনজীবী আবু জাফর, জেলা শিবিরের অর্থ-সম্পাদক মুহাম্মদ মুসা, চট্টগ্রাম মহানগর সংগঠক শামিম হাসান, ছাত্র প্রতিনিধি হাবিব আল মাহমুদ, মিসবাহ উদ্দিন, রমজান আলী, রবিউল, সৈয়দ মাশরুর জিসান, এসএম তারেকুর রহমান, মিলন ত্রিপুরা, তানভীর হোসেন ইমন, হাফিজুর রহমান প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবানের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে শতাধিক ছাত্রজনতা।
বান্দরবানে আপ বাংলাদেশের সকল তৎপরতায় পূর্ণ সমর্থন ব্যক্ত করে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জনাব মুজিবুর রশীদ বলেন, সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করবো। আগামীর বাংলাদেশ বিনির্মানে এবং ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মানবাধিকার কর্মী ও নারী নেত্রী ডনাইপ্রু নেলী বলেন, পার্বত্য জেলা হিসেবে বান্দরবান নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এবং ক্রমেই পিছিয়ে পড়ছে। এখান থেকে উত্তরণের জন্য ঐকমত্যের ভিত্তিতে কাজ করে যেতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপ বাংলাদেশের সবাইকে নিজের সন্তানতুল্য আখ্যা দিয়ে এই নেত্রী বলেন, ভবিষ্যতে সকল পদক্ষেপে আপ বাংলাদেশের সঙ্গে আমরা থাকবো। আমরা চাই, জুলাই অভ্যুত্থানের চেতনায় এগিয়ে যাক তরুণদের নেতৃত্বে গঠিত এই সংগঠনটি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.