চট্টগ্রাম থেকে :
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে ঔষধি, খেজুর ও ফুলচারা গাছ রোপণ ও পরিবেশে সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ সংগঠন_ গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর উদ্যোগে ‘ সবাই মিলে করি বৃক্ষ রোপণ, বাচাই প্রকৃতি, বাচাই জীবন ‘প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ সংরক্ষণ দিবসের অংশবিশেষ এ কর্মসূচীর আয়োজন।
এতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর কার্যকরী সদস্য ও সাংবাদিক নাজিব চৌধুরী, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি ও সাধারণ ছাত্র-ছাত্রীরা মিলে বিদ্যালয়ের আশপাশে ফলদ খেজুর, সুপারি, ঔষধি ও কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করা হয়।
আরও পড়ুনঃ মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন পরৈকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার নন্দী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বৃক্ষ শুধু সৌন্দর্য নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার অন্যতম উপাদান। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দেয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।’
অতিথিরা বলেন, ‘এ কর্মসূচি আমাদেরকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার সুযোগ করে দেয়ার পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে।’
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস ও সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত খেজুর গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং পরিবেশের ভারসাম্য রক্ষায়, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের জন্য একটি কার্যকরী গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিনি আরো বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাম্পিং এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও সবুজ স্বেচ্ছাসেবক তৈরির ওপর জোর দেওয়া।’
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.