বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
কবি এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৫তম জন্মবার্ষিকী ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচবিবিতে ভিজিএফের চাল বিতরণ সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

আজ পবিত্র আশুরা

নিজস্ব প্রতিনিধিঃ 
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

আজ পবিত্র আশুরা

পবিত্র আশুরা হলো হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস আর মহররমের দশম দিন। ইসলামিক ইতিহাসে আশুরা বহুবিধ তাৎপর্য বহন করে বিশেষ করে: হযরত ইমাম হোসাইন (রাঃ) আর তার পরিবারবর্গের কারবালার প্রান্তরে শাহাদাত বরণ যা: মুসলিম উম্মাহর জন্য এক গভীর শোক আর আত্মত্যাগের এবং ঈমান দৃঢ় করার দিন। আশুরা শুধুমাত্র শোক আর স্মরণে সীমাবদ্ধ নয়! এটি সত্য, ন্যায়, আত্মত্যাগ, ঈমানের দৃঢ়তা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের এক মহাপাঠ।

ইতিহাস ঘেঁটে দেখা যায় যে: এই দিনেই হযরত নূহ (আঃ) নৌকা থেকে নেমেছিলেন! হযরত মূসা (আঃ) আর তার অনুসারীরা ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন! তবে ইসলামের ইতিহাসে সবচেয়ে করুণ অধ্যায় হলো ৬১ হিজরির ১০ মহররম তথা কারবালার প্রান্তর। যেখানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারগণ।

এই আত্মত্যাগ শুধু একজন ব্যক্তি বা পরিবারের নয়! এটি মুসলিম জাতিকে শিক্ষা দেয় সত্যের জন্য জীবন উৎসর্গ করার। আশুরার এই বার্তাকে স্মরণ রাখতে আমাদের উচিত এই দিনটির গুরুত্ব যথাযথভাবে পালন করা বিশেষ করে: আমাদের আগামির তরুণ প্রজন্মের মাঝে এর তাৎপর্য ছড়িয়ে দেওয়া।
আশুরার পবিত্রতা রক্ষা করা যায় নফল ইবাদত, নফল রোজা, কোরআন তিলাওয়াত, দোয়া আর হযরত হোসাইন (রাঃ) এর আত্মত্যাগ স্মরণ করে। অপ্রাসঙ্গিক আনন্দ উল্লাস পরিহার করে দিনটি ধর্মীয় ভাবগম্ভীরতায় পালন করাই আশুরার মর্যাদা রক্ষার মূল উপায়।

আশুরার দিন শুধু শোক নয়! এই দিন সত্য আর ন্যায়ের প্রতীক। হোসাইন (রাঃ) আমাদের শিখিয়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইমানের চরম বহিঃপ্রকাশ। কারবালার তপ্ত বালিতে হোসাইন (রাঃ) এর শাহাদাত হলো ইতিহাসের কালো পৃষ্ঠা। আশুরা আমাদেরকে স্মরণ করায় ইসলাম হলো একটি আত্মত্যাগের নাম।

এই দিন শুধু রোজা নয়। হৃদয়ে ধারণ করো হোসাইন (রাঃ) এর আত্মত্যাগের চেতনাকে।এটাই আসল শিক্ষা।

পবিত্র আশুরায় চোখে জল আসে। কারবালার কষ্ট আর শিশুর তৃষ্ণা এবং সত্যের বিজয়। মন থেকে স্মরণ করি আমাদের ইমাম হোসাইন (রাঃ) কে। আশুরা মানেই আত্মত্যাগ আর আশুরা মানেই সত্য ন্যায়। হোসাইন (রাঃ) এর রক্তে সেই সত্যের পতাকাটি উড়েছিল।দশ মহররম হলো সত্যের বিজয় দিবস। হোসাইন (রাঃ) দেখিয়েছেন যে মিথ্যার সাথে কখনো কোনো অবস্থায় আপস হয় না।

আরও পড়ুনঃ পাঁচবিবিতে মহরমের মেলা বসেছে

আশুরা আমাদের শেখায় দাঁড়িয়ে যাও ন্যায়ের পক্ষে। ভেঙে ফেলো অন্যায়ের শিকল। সত্যের পথেই চলো। কিন্তু মিথ্যার কাছে মাথা নত নয়। অন্যায়ের সামনে মাথা নত না করার দীক্ষা। হোসাইন (রাঃ) এর বীরত্ব হলো চিরো অমর। সারা পৃথিবী জানে কারবালার রক্ত বৃথা যায়নি। হোসাইন (রাঃ) আজো আমাদের আদর্শ।

১০ ই অক্টোবর ৬৮০ সালের ১০ ই মহররম ৬১ হিজরি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয়েছিলো হোসাইন (রাঃ) এর পরিবারবর্গের পুরুষ, মহিলা ও শিশু সহ ৭২ জন সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে ওমর ইবনে সাদ এর সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ও পান করার অনুমতি না দেওয়ায় ফোরাত নদীর তীরে মৃত্যু বরন করেন।
তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ইসলামের প্রকৃত ইতিহাস বিকৃত কারীদের ছায়াতলে আজকের বিশ্ব মুসলিম।

ইসলামের প্রকৃত ইতিহাস বাস্তবায়ন করতে হলে প্রয়োজন আজকের এই দিন থেকে শিক্ষা নিয়ে প্রিয় নবী রাসুল (সাঃ) এর প্রকৃত আদর্শ বাস্তবায়নের লক্ষে কাজ করা। তাই আমরা মদিনার সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশবাসীকে অনুরোধ জানাই।

দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের দলে যোগ দিন। এই দলের আদর্শ ও উদ্দেশ্য হল মদিনা সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। সর্বজনীন ভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, বেকারত্ব দূর করে দুর্নীতি মুক্ত দেশ গড়া। জাগো মুসলিম জাগো । সত্য ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটাকে গড়ে তুলতে এগিয়ে আসুন।

সম্পাদক ও প্রকাশক

মোঃ আবুল হাসেম

সভাপতি,

বাংলাদেশ সর্বজনীন দল, কেন্দ্রীয় কমিটি।


এই বিভাগের আরও খবর