“আজ জন্মদিন আমার”
★★★ নূর মোশাররফ
জীবন নদীর বানে, মরণেরই টানে
তরী ভিড়েছে কার?
ফিরে দেখো স্মৃতি, কিছু রীতি-নীতি
আজ জন্মদিন আমার।
বয়স বেড়ে, যাচ্ছে তেড়ে
সীমানার ওপার!
শূন্য হাতে, মায়াবী রাতে
আজ জন্মদিন আমার।
কিসের আশা! কিসের বাসা?
আমি এক যাযাবর,
এসে ভবে,যেতেই হবে
আজ জন্মদিন আমার।
কিছু আশায়,ভিজে বরষায়
মিথ্যে এ সংসার,
আসবো না আর, নীড়ে এ মায়ার
আজ জন্মদিন আমার।
ভালোবাসায়, মানুষেরই সায়
যেন ফিরে আসি বারবার,
স্বার্থের টানে,নেই কোন মানে
আজ জন্মদিন আমার। Part 1