মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
উৎবাতুল বারী আবু বলেন, কুমিল্লা -৪ ( দেবিদ্বার) আসনের সাবেক ৪ বারের সাংসদ ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সি ও তার যোগ্য উত্তরসূরী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির হাত ধরে আজগর আলী মুন্সি ফাউন্ডেশন মানব সেবা ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি বলেন, রাজনীতির প্রধান উদ্দেশ্য থাকা উচিত জনকল্যাণে কাজ করা,সে কাজটিই নিরবে-নিভৃতে করে যাচ্ছেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
রবিবার (২২ জুন) কুমিল্লার দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠে "দেবিদ্বার আজগর আলী মুন্সি ফাউন্ডেশন" এর উদ্যোগে আয়োজিত এক ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ছাত্র নেতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
তিনি বলেন,ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সি প্রমাণ করেছেন মানব সেবা করতে হলে কোন রাজনৈতিক পদ-পদবী দরকার নেই, শুধু দরকার একটি ভালো মানসিকতা।আবু বলেন,আশা করি দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশন পর্যায়ক্রমে উপজেলার সর্বত্র
এ ধরনের সেবা ছড়িয়ে দিবেন এবং এ ধরনের ভালো কাজে সব সময় কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে যেকোনো সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।এসময় তিনি ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
আরও পড়ুনঃ কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
উল্লেখ্য,রবিবার সারাদিন প্রায় দুই সহাস্রাধিক শিশু, অর্থোপেডিক্স এবং ইএনটি সহ বিভিন্ন স্তরের রোগীদের উক্ত চিকিৎসা সেবায় বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বলেন,আমার বাবা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি সারা
জীবন মানব কল্যাণে কাজ করে গেছেন যার ফলস্বরূপ জনগণ তাকে এই উপজেলা থেকে ৪ বার সংসদ সদস্য বানিয়েছেন।দেবিদ্বারের জনগণকে নিয়ে তিনি প্রতিনিয়ত ভাবেন এবং কাজ করে যাচ্ছেন।আমাদের এই ধরনের মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় দেবিদ্বার আজগর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পে কুমিল্লা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থানে নেতৃবৃন্দ এবং দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.