আগামীর ভাবনা
শেখ মোমতাজুল করিম শিপলু
চেয়েছিলাম আমরা সবাই মুক্ত স্বাধীন দেশটা,
আজ পর্যন্ত কাটলো না ঘোর স্বাধীনতার রেষটা।
সোনার একটা দেশ পেয়েছি যেথায় সোনা ফলে,
আকাঙ্খা না পূরণ হলো স্বপ্ন বৃথা জলে।
যে বসেছে রাজ মসনদে স্বৈরাচারী স্বভাব,
স্বদেশ ভালো বাসবে এমন দেশ প্রেমিকের অভাব।
যে হয়েছে দেশের নেতা সেই করেছে শোষণ,
পথ খুঁজেছে বারেবারে জনগণের রোশন।
জনগণ হয় ঢাল-তলোয়ার রাজনীতিকদের যন্ত্র,
পুরনো রূপে ফিরে তারা কয় নতুনের মন্ত্র।
তাজা প্রাণ না ঝড়ুক দেশে জনগণ হোক গণ্য,
ক্রয় ক্ষমতার সাধ্যে ফিরুক সব চাহিদার পণ্য।
আরও পড়ুনঃ *সূরা আশ-শূরা (৪২:৫২):* *একাডেমিক বিশ্লেষণ*
দাঙ্গা ফ্যাসাদ খুন খারাবী হোক পাঠানো বনে,
স্বদেশটা হোক সাম্য প্রীতির ভাবনা সবার মনে।
চব্বিশের ই বিজয় মালা না হোক হাসির পাত্র,
মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াক উল্লাসীদের গাত্র।
ষড়যন্ত্রের বিষের বাঁশি আর যেনো না ফোঁকে,
একে অন্যের স্বজন মোরা মরি ভাইয়ের শোকে।
বিধান মতো দেশটা চলুক দেই বাড়িয়ে হাতটা,
চাঁদের আলোয় আলোকিত হোক আমাদের রাতটা।