এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩টায় আশুগঞ্জ বন্দর এলাকার বিওসি ঘাট এবং এবং গত রোববার রাত ৮টায় নাসিরনগর উপজেলার চিতনা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান (৫৫) এবং নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া (৬৫)। গ্রেপ্তারকৃত মোঃ আনিসুর রহমান আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং জিতু মিয়া নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ বন্দর বিওসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা এবং আশুগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।’
অপরদিকে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি’।