গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠাল লগ্নের পর থেকে গজারিয়াবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে,যেখানে নির্যাতন নিপীড়ন,সন্ত্রাস,দূর্নীতি সেখানেই গর্জে উঠে কলম সৈনিক’রা।মানবতা ও মানবিক কাজেও আমরা চেষ্টা করি সবার আগে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াতে।
গত শুক্রবার(১৩জুন)অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে নি:স্ব হয়ে যায় উপজেলার ভবেরচর ইউনিয়ন এর ভবেরচর-আলীপুরা চকেরবাড়ির মো:আজহার উদ্দিন এর পরিবার।জানা যায়,৫টি এন,জি,ও থেকে ঋণ নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে মৌসুমি ফল বিক্রেতা আজহার,ভাগ্যের লিখন ঋন পরিশোধের আগেই পুড়ে ছাই হয়ে দীর্ঘ ৪০বছরের স্বপ্নের সাজানো গোছানো সংসার আজ তাঁরা খোলা আকাশের নিচে অন্যের বাড়িতে আশ্রিত।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম ও নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
খবরটা স্থানীয় গণমাধ্যম কর্মীদের মানসপটে দাগ কাঁটে তাই তাদের ক্ষুদ্র প্রয়াসে পরিবারটির পাশে দাঁড়ানো,গজারিয়া প্রেসক্লাবের সম্বলিত চেষ্টা।
আপনাদের প্রতিও বিশেষ অনুরোধ সাধ্য অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ান তাঁরা সমাজের আর দশটা পরিবারের সাথে বেঁচে থাকুক।এ বিষয়ে আমাদের কোন সাহায্যের প্রয়োজন হলে যে কোন সময় আমাদের পাবেন,ইনশাআল্লাহ।