মোঃ আলমগীর মোল্লা, গাজীপুরঃ
২০২৪, জুলাই গণঅভ্যুত্থান বিপ্লব হিসেবেও পরিচিত। বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বর্পূণ গণতান্ত্রিক আন্দোলন। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লাস আর আনন্দে মেতে উঠে গোটা দেশ।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পার্টি অফিসে এক সভায় গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
শুক্রবার (১ আগষ্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পার্টি অফিসে আগামী ৫ আগষ্ট বিজয় র্যালীর প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার মো. হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন।
সভায় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফী হাবিবুল্লাহ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম
আরও পড়ুনঃ ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যায় শেখ হাসিনা, আনন্দে মেতে উঠে গোটা দেশ ফজলুল হক মিলন
প্রধান, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহ উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, গাজীপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি বন্ধ করে দলের জন্য কাজ করুন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। ১৭ বছর অনেক ত্যাগ-জেল-জুলুম সহ্য করে আজকে আলোর দেখা পেয়েছেন। এখন ভুল পথে হাঁটলে সবকিছু বরবাদ হয়ে যাবে।
তাই দলকে শক্তিশালী করেন, ঐক্যবদ্ধ থাকেন; দলের জন্য কাজ করবেন। আগামী ৫ই আগষ্ট বিকেলে বিএনপির উদ্যোগে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ হতে আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.