মোঃ আল আমিন খানঃ
আমাদের মোঃ শাকিল
৪ আগস্ট ২০২৪ সকাল ৯ টায় আমার ফোনে একটা কল আসে রিসিভ করতেই ওদিক থেকে বলে ভাই আমি শাকিল আপনাকে নিয়ে খুব চিন্তা হয় আপনি আল্লাহ রাস্তে নিজের জীবনের মায়া করিয়েন আমি ছোট থেকে দেখছি আপনি এই দলের জন্য হরতাল অবরোধের এমন কোন প্রোগ্রাম নাই যে করেন নি,
বিনিময়ে দল আপনাকে কি দিয়েছে,আর আমাদের কে ও গরুর মত খাটিয়ে ছেন,আমি বল্লাম এতো কথা না বলে প্রোগ্রামে আয় দূত নিউমার্কেট ঢাকা কলেজ এর সামনে, আপনি আসলাম প্রোগ্রাম চলছে, শাকিল এসে আমার সামনে হাজির মুখে হাসি নিয়ে বলছে আমার ভাই ডেকেছে আর আমি আসবো না,
আরও পড়ুনঃ এক বুজুর্গের মায়ের ইন্তেকাল
প্রোগ্রাম শেষ করে বিকেল ৪ টায় সবাইকে বিদায় দিয়ে বাসায় আসি কিছুক্ষণ পর আমার ফোনে কল আসলো রিসিভ করতে শুনি ঐ দিক থেকে বলছে ভাই শাকিল কে বাসায় ফেরার পথে ছাত্রলীগ, যুবলীগ পিটিয়ে তার ডান পা ভেঙে ফেলেছে।
তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমি ৪০০০ হাজার টাকা পাঠিয়ে তার চিকিৎসা করতে বলি, এবং বাসা থেকে বেরিয়ে পুলিশের ভয়কে অপেক্ষা করে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে দেখি শাকিব ডান পা তিনটা ভাঙা দিয়েছে।
আজ শাকিল সবার কাছে বলে আমার ভাই মোঃ আল-আমিন খান এর ডাকে সাড়া দিতে গিয়ে আমার এই অবস্থা। পঙ্গু হাসপাতাল থেকে সরকারিভাবে তার চিকিৎসা হয় ইনশাআল্লাহ শাকিল এখন হাঁটতে পারে কিছু টা।
আল্লাহ আপনি আমাকে এদের কাছে অনেক বড় ঋণী করে রেখেছেন, আপনি তাদের জন্য কিছু করার সুযোগ দিন আল্লাহ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.