১৯ হাজার সদস্যের ‘বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
১৯ হাজার সদস্যের সংগঠনের ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে ভাড়া করা হয়েছে মাত্র এক হাজার আসনের মিলনায়তন। এরমধ্যদিয়েই কম্যুনিটির আরো অনেকের মতো বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা প্রহসনের নাটক মঞ্চস্থ করতে চলছেন। ২ নভেম্বর এই উৎসব হবার কথা। অংশগ্রহণে আগ্রহীদেরকে অনলাইনে ৫০ ডলার ফি দিয়ে নাম তালিকাভুক্ত করার আহবান জানানো হয়েছে। অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি কুইন্সে ‘ট্যারেস অন দ্য পার্কে’ অনুষ্ঠিত হবে।খবর আইবিএননিউজ ।
অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে দাবি করে এলেও বিগতদিনের কর্মকান্ডে সর্বস্তরের প্রবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়নি। যার নগ্ন প্রকাশ ঘটেছে সম্ভাব্য প্রার্থীগণের অর্থে সদস্য/ভোটার বানানোর প্রতিযোগিতায়। একেকজনের জন্যে ২০ ডলার করে ফি দিতে হয় সদস্য নবায়ন অথবা নতুন সদস্য করতে। সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে সদস্য বানানোর বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ, এমনকি মামলার অবতারণা হলেও তা থেকে সংশ্লিষ্টরা শিক্ষা নেননি। ফলে নির্বাচনের সময় ১৯ হাজার ভোটারের আবির্ভাব ঘটলেও বড় কোন অনুষ্ঠানেই ৫ শতের বেশী মানুষের সমাগম ঘটেনি। সেদিকে খেয়াল রেখেই মাত্র এক হাজার আসনের মিলনায়তন ভাড়া করা হয়েছে ৫০ বছর পূর্তি উৎসবের জন্যে। অনেকে মনে করছেন, ৫০ ডলার ফি দিয়ে ঐ উৎসবে অংশগ্রহণে আগ্রহী শ’খানেকের বেশী পাওয়া যাবে না। এ অবস্থায় ভোটার/সদস্য বানানোর মত পছন্দের লোকজনের ফি-ও কর্মকর্তাগণকেই বহন করতে হবে।
বর্তমান কমিটি শপথ গ্রহণের সময় অনেক অঙ্গিকার করেছে। তার পরিপূরক হিসেবে একটি ভবন ক্রয়ের কথা, যেটি বাংলাদেশ সেন্টার হিসেবে পরিচিত হবে। তার বাস্তবায়ন এখনো ঘটেনি। অধিকন্তু বিদায়ী কমিটি কর্তৃক সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে কবরের জায়গা ক্রয়ের জন্যে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলারের মধ্যে ফেরৎ পাননি এক ডলারও। এ নিয়ে দেন-দরবারের পর ৩ অক্টোবর বিভিন্ন কিস্তিতে ব্যাংকে জমা দেয়ার জন্যে ১৯টি চেক পেয়েছে সোসাইটি। প্রথম চেকটি ৫০ হাজার ডলারের, যা জমা দিতে হবে চলতি মাসেই। পরবর্তী ১০ হাজার ডলারের একেকটি চেক আসছে জানুয়ারি থেকে প্রতি মাসে জমা দিতে হবে উল্লিখিত তারিখ অনুযায়ী। কথিত কবর প্রকল্পের কর্মকর্তারা সোসাইটি থেকে চেক নিয়েছেন একত্রে। এখোন কবরের জায়গা দিতে না পারার আশংকায় অর্থ ফিরিয়ে দিতে কিস্তির বাহানা করা হয়েছে কেন সে প্রশ্ন সাধারণ সদস্যগণের। বিদায়ী কমিটির কাছে থেকে যেদিন দায়িত্ব বুঝিয়ে নেয়ার অনুষ্ঠান তথা ‘অভিষেক’ হয়েছে, একইদিন সোসাইটির বিদায়ী কমিটি ২ লাখ ৬০ হাজার ডলারের চেক প্রদান করেছেন কথিত কবরের জায়গা ক্রয়ের জন্যে। এবং এ তথ্য অভিষেক উৎসবে গোপন রাখা হয়েছিল। পরবর্তীতে জানাজানি হওয়ায় নয়া কমিটি দেন-দরবার শুরু করে ঐ অর্থ ফেরৎ আনার জন্যে
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.