মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে পুলিশ কনস্টেবলে জেলাভিত্তিক শারীরিক সক্ষমতা যাচাই (PET) প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হবে মোট ৩ দিনে ৭ টি ইভেন্টের মাধ্যমে।
☞ প্রথম দিন>
প্রার্থীর ওজন, উচ্চতা ও কাগজপত্র যাচাই করা হবে।
☞ দ্বিতীয় দিন>
◑ প্রথম ইভেন্ট:
পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড ২০০ মিটার এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম dcকরতে হবে।
◑ দ্বিতীয় ইভেন্ট (পুশ আপ):
পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫ টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ টি পুশ আপ দিতে হবে।
◑ তৃতীয় ইভেন্ট (লং জাম্প):
পুরুষ প্রার্থীদের ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুটdc দূরত্বের লং জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
◑ চতুর্থ ইভেন্ট (হাই জাম্প):
পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতায় হাই জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
☞ তৃতীয় দিন>
◑ পঞ্চম ইভেন্ট (দৌড়):
পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার dcএবং নারী প্রার্থীদের ৬ মিনিটে ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
আরও পড়ুনঃ রাজিবপুরে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ , কীটনাশক বিতরণ
◑ ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং):
পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ ফুট ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে।
◑ সপ্তম ইভেন্ট dc(রোপ ক্লাইম্বিং):
পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ উচ্চতা পর্যন্ত দড়ি বেয়ে উপরে উঠতে হবে।
✪ উল্লেখ্য যে, কোনো প্রার্থী যেকোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে। তাই এখন থেকেই সবাই প্রস্তুতি নাও
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.