মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
আগামী ১০ আগস্ট ২০২৫ থেকে পুলিশ কনস্টেবলে জেলাভিত্তিক শারীরিক সক্ষমতা যাচাই (PET) প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হবে মোট ৩ দিনে ৭ টি ইভেন্টের মাধ্যমে।
☞ প্রথম দিন>
প্রার্থীর ওজন, উচ্চতা ও কাগজপত্র যাচাই করা হবে।
☞ দ্বিতীয় দিন>
◑ প্রথম ইভেন্ট:
পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড ২০০ মিটার এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম dcকরতে হবে।
◑ দ্বিতীয় ইভেন্ট (পুশ আপ):
পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫ টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ টি পুশ আপ দিতে হবে।
◑ তৃতীয় ইভেন্ট (লং জাম্প):
পুরুষ প্রার্থীদের ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুটdc দূরত্বের লং জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
◑ চতুর্থ ইভেন্ট (হাই জাম্প):
পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতায় হাই জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
☞ তৃতীয় দিন>
◑ পঞ্চম ইভেন্ট (দৌড়):
পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার dcএবং নারী প্রার্থীদের ৬ মিনিটে ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
আরও পড়ুনঃ রাজিবপুরে কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ , কীটনাশক বিতরণ
◑ ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং):
পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ ফুট ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে।
◑ সপ্তম ইভেন্ট dc(রোপ ক্লাইম্বিং):
পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ উচ্চতা পর্যন্ত দড়ি বেয়ে উপরে উঠতে হবে।
✪ উল্লেখ্য যে, কোনো প্রার্থী যেকোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে। তাই এখন থেকেই সবাই প্রস্তুতি নাও
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.