মোঃ আজিজুল ইসলাম হৃদয়
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান।
এবারের নির্বাচনে চেয়ারম্যান
পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় বর্তমান চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও মশিউর রহমান শামীমের মধ্যে। যদিও বিজয়ের শেষ হাসিটা হাসেন মোতাচ্ছিরুল ইসলাম। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪১৯টি। আর মশিউর রহমান শামীম কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৭১৫ ভোট। এছাড়াও মুহিবুল ইসলাম শাহীন মোটর সাইকেল প্রতীকে ১০২১৭ ভোট, চৌধুরী নিয়াজ মাহমুদ দোয়াত কলম প্রতীকে ৪ হাজার ৫০৫ ভোট, ওয়াসিম উদ্দিন ঘোড়া প্রতীকে ৩ হাজার ৪৫৬ ভোট, সৈয়দ আশিকুর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৮২২ ভোট পেয়েছেন। শতকরা হার ৪৪.১১%।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন একটানা তিনবার
মাহবুবুর রহমান আওয়াল।তিনি পেয়েছেন ২২ হাজার ৫৬৪ ভোট বিজয়ী হয়েছেন,হাফেজ আব্দুর রহমান সেলিম টিয়া পাখি প্রতীকে ২১ হাজার ৫১২ ভোট, কাজল আহমেদ বই প্রতীকে পান ৫ হাজার ৮৯২ ভোট, কাজী মওলানা আব্দুল কাইয়ূম বৈদ্যুতিক বাল্ব ৫ হাজার ৯৮৮
ভোট, মোঃ শহিদুজ্জামান শাহীন গ্যাস সিলিন্ডার ২ হাজার ৯১৮ ভোট, নুরুল হক টিপু চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট, মোঃ মামুন মিয়া পালকী প্রতীকে পান ৪ হাজার ৪২৮ ভোট, সারোয়ার হোসেন উড়োজাহাজ পান ৭ হাজার ৪১৮ ভোট, সোহাগ চৌধুরী তালা পান ৮ হাজার ৮৬৯ ভোট, সালেহ আহমেদ চৌধুরী মাইক প্রতীকে পান ৪ হাজার ৪২৯ ভোট। ভোটের হার ৪৪.০৯%।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক টানা ২বারের বিজয়ী ফুটবল কে হারিয়ে সৈয়দ শরীফা আক্তার কুমকুম কলস প্রতীক ৩৯ হাজার ৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। নুরুন্নাহার হাঁস প্রতীকে পান ৩০ হাজার ৪৯০ ভোট, ফেরদৌস আরা বেগম ফুটবল ১৩ হাজার ৫৭৮ ভোট, আয়শা খানম রানী প্রজাপতি পান ৬ হাজার ৪৮৪ ভোট।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.