
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা–৪ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন হাজেরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে বিদ্যালয়ে পৌঁছে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের মান, পরিবেশ ও সার্বিক সুবিধাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ তাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জনাব আবেদীন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, বিষয়ভিত্তিক প্রস্তুতি ও শিক্ষার মান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন—
“একটি জাতি শিক্ষায় যত এগিয়ে যায়, তত এগিয়ে যায় উন্নয়ন ও অগ্রগতির পথে। তাই শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, বইপত্র ও শিক্ষাসামগ্রীর সহজলভ্যতা, এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ সকল সম্ভাব্য উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তার পরিকল্পনা ও প্রতিশ্রুতিকে স্বাগত জানান। পরিদর্শন শেষে জনাব সৈয়দ জয়নুল আবেদীন বলেন,
“হাজেরা উচ্চ বিদ্যালয়কে মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”
তার এই পরিদর্শন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.