ড. রাজু আহমেদ দিপুঃ
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলাদেশের প্রিয় দেশবাসী ও প্রবাসের সকল বাংলাদেশি।আজ জুলাই মাসের প্রথম প্রহরে জুলাই এর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা জুলাই মাসে ছাত্রদের পাশে নামেনি এবং গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেনি তাদের ধিক্কার জানাচ্ছি✊
যাদের পরিবার পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সকল শহীদ ও পঙ্গুত্ববরণ যো/দ্ধাদের তালিকা প্রণয়ন করে তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার।
দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই জুলাই সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে।
সরকারিভাবে জুলাই ঘোষণা পত্র নিয়ে যারা কাজ করবে না তাদের সকলকে আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে ✊
যাদের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আসছে তখন নিশ্চয়ই বিপ্লবী সরকার আপনাদের জন্য অপেক্ষা করছে!
গণ/অভ্যুত্থান এর জন্য ১ম মূখপাত্র কে আপনারা সম্মান দেন নি এমনকি নামও উচ্চারণ করেননি।আমি গণঅভ্যুত্থানের ২য় মূখপাত্র হয়ে গত ৪ বছর যা করেছি এবং বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে যা কথা বলেছি সকল কিছুর প্রমাণ আছে তাই জুলাই ঘোষণা পত্রের পূর্বে অবশ্যই নতুন সংবিধানের রুপ রেখা বাস্তবায়ন করবেন।
ইনশাআল্লাহ বিশ্বাস করুন যা অবৈধভাবে কামিয়েছেন গত প্রায় ১১ মাসে তা পেটের ভি/তরে হাত দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা করে জনগণের জন্য ব্যয় করা হবে✊
🇧🇩প্রতিটি নাগরিকের সমান অধিকার❗️
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.