লেখক সাংবাদিক আনোয়ার হোসেনঃ
স্ট্রোক হলে করনীয়-সচেতনতা জরুরিঃ
আমরা সবাই ধীরে ধীরে বয়স্ক হচ্ছি, তাই সকলেরই সচেতন হওয়া উচিত। দয়া করে এক মিনিট সময় নিয়ে এই লেখাটি পড়ুন। এটি আপনার, আপনার পরিবার ও বন্ধুদের জন্য উপকারী হতে পারে।
পুরনো সহপাঠীদের একটি মিলনমেলা হয়েছিল। এক মহিলা সেদিন বারবিকিউ অনুষ্ঠানে হঠাৎ পা ফসকে পড়ে যান। বন্ধুরা তাঁকে ডাক্তার দেখাতে বলেন, কিন্তু তিনি বলেন, “আমি ঠিক আছি।” তিনি ভেবেছিলেন নতুন স্যান্ডেলের জন্য ইটের সাথে লেগে গিয়ে পড়ে গেছেন। সবাই তাঁকে সামলে খাওয়ার প্লেট ধরিয়ে দেয় এবং বাকিটা সময় তিনি হাসিখুশি ছিলেন।
কিন্তু পরে তাঁর স্বামী সকলকে ফোন করে জানান, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সন্ধ্যা ৬টায় তাঁর মৃত্যু হয়েছে—কারণ অনুষ্ঠানের সময়ই তাঁর স্ট্রোক হয়েছিল।
যদি সবাই স্ট্রোকের উপসর্গ চিনতে পারতেন, তাহলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎ চুরির টাকায় বিলাসবহুল বাড়ি-গাড়ি: প্রশ্নবিদ্ধ রফিকুলের সম্পদের উৎস!
স্ট্রোকের আগে কিছু সতর্ক সংকেত থাকে এবং সময়মতো চিকিৎসা পেলে জীবন রক্ষা করা যায়। একজন নিউরোসার্জেন জানিয়েছেন, যদি তারা স্ট্রোক রোগীর কাছে তিন ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারেন, তাহলে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।
কীভাবে চিনবেন স্ট্রোক? মনে রাখুন তিনটি সহজ ধাপ: S, T, এবং R
এস (S: Smile): রোগীকে বলুন হাসতে
যদি মুখের একটি দিক পড়ে যায়, বুঝবেন সমস্যা হয়েছে।
টি (T: Talk): রোগীকে বলুন একটি সাধারণ বাক্য বলতে
যেমন: "আজ আকাশ পরিষ্কার।"
সঠিকভাবে বলতে না পারলে, সেটিও একটি লক্ষণ।
আর (R: Raise): বলুন দু’হাত তুলতে
যদি এক হাত পড়ে যায় বা তুলতে না পারে, তাহলে সেটিও সংকেত।
আরও একটি উপসর্গ: রোগীকে জিভ বের করতে বলুন
যদি জিভ একদিকে বেঁকে যায়, সেটিও স্ট্রোকের ইঙ্গিত।
এই উপসর্গগুলোর মধ্যে একটি পেলেই দেরি না করে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা কাছের হাসপাতালে ফোন করুন এবং সব উপসর্গ জানান।
একজন হৃদরোগ চিকিৎসক জোর দিয়ে বলেন:
যদি এই বার্তাটি পড়া প্রতিটি ব্যক্তি অন্তত দশজনকে পাঠায়, তাহলে অন্তত একজনের জীবন বাঁচানো সম্ভব।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.