সৃষ্টিকর্তার সাথে মিলনের আহ্বান!
কবি ও লেখক: শিমুল চন্দ্র দে।
তোমার সৃষ্টি আমি,
তোমারই ছায়া —
তবুও আমি আজ তোমা হতে দূরে।
কারণ আমি মানুষ হয়েও ভুলে গেছি মানুষ হতে।
তুমি ডাকো প্রতিদিন —
জলের মতো স্বচ্ছ হতে,
আকাশের মতো উদার হতে,
বৃক্ষের মতো নিঃস্বার্থ হতে,
প্রেমের মতো নিঃশর্ত হতে।
তুমি বলো না নাম জপতে,
বলো না জাত খুঁজতে,
বলো কেবল একটাই কথা —
“মানুষ হও, তবেই তুমি আমার।”
আমি পাথরের পূজা করলাম,
কিন্তু পাশের ক্ষুধার্ত শিশুকে এড়িয়ে গেলাম।
আমি প্রার্থনা করলাম সকাল-সন্ধ্যা,
কিন্তু মনের অহংকার ভাঙতে পারলাম না।
আমি ধর্ম জানলাম,
কিন্তু ধর্মের উদ্দেশ্য ভুলে গেলাম।
আরও পড়ুনঃ মহাদেবপুর নকল কীটনাশক জব্দ
তুমি তখনও বললে —
"এসো, এখনো সময় আছে।
নিজেকে শুদ্ধ করো,
তোমার ভিতরের মানুষটাকে জাগাও।
তোমার দয়ায়, তোমার সত্যে, তোমার ভালোবাসায় —
আমি থাকি, আমি জাগি।"
তুমি বললে —
"তোমার জন্মই তোমার প্রথম সম্ভাবনা,
কিন্তু মানুষ হওয়া —
তোমার আসল দায়িত্ব।
মানুষ না হলে তুমি কখনোই আমার হতে পারবে না।"
আমি আজ দাঁড়িয়ে আছি তোমার দরজায়,
খালি হাতে নয় —
একটা সদ্য জাগ্রত অন্তর নিয়ে।
আমি এসেছি, প্রভু —
মানুষ হয়ে,
তোমার সাথে মিলিত হতে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.