মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জে সীমান্তে সাড়ে 5 কোটি ভারতীয় শাড়ি লেহেঙ্গা পন্য জব্দ
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স এবং চকলেট আটক ।
অদ্য ৩০ জুন ২০২৫ তারিখ আনুমানিক ০২৩০ ঘটিকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ উপজেলার আওতাধীন রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের ০১টি টিনশেড গোডাউনে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করে, *যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-৫,৫৪,৭১,৫২০/- (পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশত বিশ) টাকা।*
আরও পড়ুনঃ সংগ্রামে স্বৈরাচার হাসিনা বিরোধী তেগী নেতারা তারা তাদের প্রাপ্য টা বুঝে পাবে কি
উক্ত অভিযানে জনাব মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ সাথে ০২ জন পুলিশ সদস্য এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১৬ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২০ জন অংশগ্রহন করে।
এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। *উল্লেখ্য, গত ০১ মাসে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ১৪,৮৪,৬৭,৯৭৮/- (চৌদ্দ কোটি চুরাশি লক্ষ সাতষট্টি হাজার নয়শত আটাত্তর) টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।*
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.