মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
কবি পপি ভৌমিক”র প্রথম কাব্যগস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্টপোষকতায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদত রওনক বখতের সঞ্চালনায় নারীনেত্রী সাবিনা চৌধুরীর সঞ্চালনায় প্রথম কাব্যগ্রস্থ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে ৩০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম,সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(সিসি) ডাঃ ননী ভূষন তালুকদার,পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ সাংবাদিক শেরগুল আহমদ,রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু,বিশ^ম্ভর ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান,জসিম বুক হাউসের প্রকাশক মোঃ জসিম উদ্দিন ও বিশিষ্ঠ লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বক্তৃতার শুরুতেই আজকের কাব্যগস্থ প্রকাশনার পৃষ্টপোষক সুনামগঞ্জের কৃতিসন্তান ও আমেরিকা প্রবাসী কবি সহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন,আমাদের হাওরের জেলা সুনামগঞ্জে অসংখ্য কবি সাহিত্যিক,আউল বাউলের জন্মস্থান।
এখানে প্রজন্মের পর প্রজন্মের ছেলেমেয়েরা নিত্যনতুন কবিতা,বই লিখা ও গান রচনা করে সারাদেশসহ বর্হিবিশ্বে সুনামগঞ্জের সুনামকে বৃদ্ধি করেছেন। প্রাকৃতিক জীববৈচিত্রের চিরচেনা রুপে প্রতিদিন আমাদের নতুন প্রজন্মের হৃদয়কে নাড়া দিচ্ছে।
ফলে দিনদিন বেড়েই যাচ্ছে এই হাওরের জেলায় কবি লেখক সহিত্যিকদের নতুন নতুন বই প্রকাশনা। তিনি এই পপি ভৌমিকের কাব্যগ্রন্থ প্রকাশনার দ্বার উন্মোচন করায় তকে ও ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.