
নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে মারধর ও এক নারীর স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আক্রান্তরা বর্তমানে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোসাঃ পলি বেগম (৩২), তার বাবা কালা মাল্লাক, ভাই সায়েদ ও কায়েম, এবং বোন ময়না বেগমকে এলোপাতাড়ি মারধর করেন একই এলাকার কয়েকজন প্রভাবশালী বিবাদী। বিবাদীরা হলেন—১) মোঃ আইয়ুব আলী (৫৫) ২) মজিবর (৫৫)
৩) মোঃ লিটন শেখ (৫০) ৪) মোঃ তানভির (২৫)
৫) উজ্জ্বল দাস (৩৫) ৬) মোঃ নাদিম (২২)
পলি বেগমের অভিযোগ, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও হয়রানি করে আসছিল। ঘটনার দিন বিবাদী আইয়ুব আলীর মেয়ে আয়েশা ও পলি বেগমের ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে বিবাদীরা তাদের বাড়িতে গিয়ে পলি বেগমসহ পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়।
তিনি জানান, বিবাদীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাধা দিতে গেলে কাঠের ডাসা, কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে শুরু করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় বিবাদী লিটন শেখ পলি বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
আহতরা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতরা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে পলি বেগম অভিযোগ করে বলেন, “আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করছে। আজ প্রকাশ্যে মারধর করেছে, স্বর্ণও নিয়ে গেছে। আইনগত ব্যবস্থা চাই।” ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে পলি বেগম সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়রা জানান, বিষয়টি দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু হলেও এখন তা মারাত্মক রূপ নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.