সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মিঠু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মিঠুর নামে মুন্সিগঞ্জ জেলা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ সানারপাড় থেকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন শীর্ষ মাদক সম্রাট মিঠুকে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জে গজারিয়া থানায় এফ আই আর নং২৯/২৯ ধারা ৩৬-(১) এর ১০ এর (ক)। এফ আই আর নং ২৫ ধারা ১৯ এর (১) এর ৯ এর (ক)। এফ আই আর নং ১ ধরা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/ পেনাল কোড ১৮৬০। এফআইআর নং ১৭ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এফআইআর নং১৬ ধারা ১৯ এর(১) ৯ এর (খ)।এফআইআর নং ১০/২৪১ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৮/৩৭৯/৩৮৫/৫০৬/১১৪/ পেনাল কোড ১৮৬০।এফআইআর নং ২৫ ধারা ১৯ এর (১) এর ৭ এর (ক)/২৫ ১৯৯০ সালের মাদক দ্রব্য আইন ও ১৮৬০ সনের পেনাল কোডের দন্ডবিধি মামলা রয়েছে। নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় এফআইআর নং ৩২ ধারা ১৯ এর (১) ৯ এর (ক)। এফআইআর নং ১৬ ধারা ১৯ এর (১) ৯ এর(খ)/২৫ ১৯৯০ মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানায় এফআইআর নং ১৯ ধারা ৩৬ এর (১) এর ১০ এর (ক)/ ৪১,এফআইআর নং ১৯, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় রজু করা হয়। এদিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামাল ও এএসআই মোমেন গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মিঠুকে গ্রেফতার করেন। সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামাল ও মোমেন বলেন, মিঠুকে ৫২ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মিঠু একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানায় মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে। মাদক আইনে মিঠুকে গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.