নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ হীরাঝিল আবাসিক এলাকায় অবস্থিত আল-হেরা টাওওয়ারের চতুর্থ তলায় আল-হেরা ইন্টার ন্যাশনাল হাই স্কুলের ২০১৯ সালের জিএসসি ও পিএসসি পরীক্ষার্থীদের সফলতা এবং ভালো ফলাফলের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১২ টায় হীরাঝিল আল-হেরা টাওয়ারের স্কুল কক্ষে এই দোয়া অনুষ্ঠিত হয়। আল-হেরা ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সিএনএন বাংলা টিভির পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি এন এন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহীন আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনএন বাংলা টিভির পরিচালক সাখাওয়াত হোসেন মামুন, কৃষিবিদ মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল, সাধারন সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি প্রমূখ। এদিকে স্কুলটি শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মাসুদ হোসেন মানিক, সাব্বির হোসেন, ফরিদা আক্তার, মমতাজ আক্তার, শিউলী আক্তার, শিলা আক্তার, মনিরা আক্তার, রাশিদা আক্তার এবং আকলিমা আক্তার। আল-হেরা ইন্টান্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বিশ বছর যাবৎ তিল তিল করে স্কুলটি সুনামের সাথে গড়ে তুলেছি। তখন স্কুলটি টিনশেডের ছিলো। টাকার জন্য নয়, একজন শিক্ষিত বেকার ছেলে ও মেয়ে যেন শিক্ষকতার মাধমে শিক্ষার আলো জ¦ালাতে পারে সেই জন্য স্কুল করা। এই শিক্ষার ব্যবস্থা কারায় যেমন আখেরাতে ভালো কিছু পাওয়া যাবে ঠিক এই দুনিয়াতেও ভালো ফলাফল পাওয়া যাবে। পড়াশোনার মান আরো বৃদ্ধি করার জন্য শিক্ষক ও শিক্ষিকাদের আহবান জানান। এসময় শিক্ষিকা এবং ছাত্ররা পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক গান পরিবেশন করেন এবং পরীক্ষীর্থীদের মাঝে পরীক্ষার ব্যাগ তুলে দেন। বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.