রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং সমসাময়িক সামাজিক সমস্যা সমাধানে ইসলামের ভূমিকা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের উলিপুরে।
সোমবার, ৭ জুলাই সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন উলিপুর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, খতিব, আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কোনো জঙ্গি কার্যক্রম ইসলাম সমর্থন করে না।
আরও পড়ুনঃ দুনিয়ার এক অন্যতম নোংরা, দূষিত খাবার– বাংলাদেশের মাছ!
প্রধান অতিথি ওসি জিল্লুর রহমান বলেন, “ইসলামের মৌলিক শিক্ষা হলো শান্তি ও মানবিকতা। ইমাম-মুসল্লিদের সচেতন ভূমিকার মাধ্যমেই সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “উগ্রবাদ ও সন্ত্রাস দমনে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সঠিক ধর্মীয় শিক্ষা দিতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উগ্রবাদ, গুজব, অপপ্রচার ও ধর্মীয় বিভেদ রোধে ইসলামিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা করেন স্থানীয় ধর্মপ্রাণ মানুষ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.