
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক 'সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়নে বিদ্যমান সমস্যা নিরূপণ ও করণীয়' শীর্ষক আজ ১২ নভেম্বর বুধবার সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। জেলা সমাজসেবা কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। এছাড়াও বিভাগের আওতাধীন চার জেলার উপপরিচালক, ৩৯টি ইউনিটের সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
শুরুতে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজসেবার সার্বিক কার্যাবলী ও অগ্রগতি তুলে ধরেন বিভাগীয় সমাজসেবা পরিচালক। এরপর মুক্ত আলোচনায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে কি কি সমস্যার সম্মুখীন হয় তা তুলে ধরা হয়। এসময় ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র থেকে ১০ ডিজিটের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সম্বলিত জটিলতা, ফিঙ্গারপ্রিন্ট জটিলতা, চাহিদার তুলনায় অপ্রতুল বরাদ্দ, অপ্রতুল জনবল বিষয়টি উত্থাপন করা হয়। এ সময় সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে প্রধান উপদেষ্টার বাণী তুলে ধরা হয়। যেমন, পৃথিবীর সকল মানুষই সম্ভাবনাময়, তাদের শুধু একটুখানি আস্থা ও সহায়তা প্রয়োজন।
প্রধান অতিথি বলেন, সেবাদানে সরকারের অন্যান্য দপ্তরের চেয়ে সমাজসেবা দপ্তর এগিয়ে। ৫৪ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রমসহ সকল সেবায় জনগণ যাতে কোনো হয়রানির শিকার না হয়, সে দিকটা খেয়াল রাখতে হবে। যাতায়াত, পরিদর্শন ও সময়ক্ষেপণ কমিয়ে সেবাটা কিভাবে আরো জনবান্ধব করা যায় সে চেষ্টা করতে হবে। সাধারণ জনগণ যাতে দালাল ও মধ্যস্বত্বভোগী ছাড়া নির্বিঘ্নে তাদের কাঙ্ক্ষিত সেবাটা খুব সহজে পায়। ভয়ভীতি ও স্বজনপ্রীতি পরিহার করে সাধারণ জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন তারা যাতে পায়, সে দিকটায় বিশেষ নজর দিতে হবে। সমাজসেবা এক ধরনের ইবাদত ও সদকায়ে জারিয়াহ্। দেশপ্রেমিক হিসেবে সমাজের উপকার এবং সরকারের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয়, সে চেষ্টা করুন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.