মোঃ মনির মন্ডল, সাভারঃ
সাভারে নাগরিক ফোরামের উদ্যোগে যানজট, ফুটপাত দখল ও ময়লা-আবর্জনামুক্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে রেডিও কলোনি শহীদ আলামিন চত্বরে বৃক্ষরোপণ করেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অফিস সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
আরও পড়ুনঃ আশুলিয়া স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে বাড়ি পাঠানোর চেষ্টা, স্বামী আটক
ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন বলেন, “এলাকার মানুষ শুধু যানজটের ভোগান্তিই পোহাচ্ছে না বরং দখলদারদের কারণে ফুটপাতও হারিয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।”
ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও দলের সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, “ফুটপাত সাধারণ জনগণের জন্য, দখলদারদের জন্য নয়। আমরা চাই, সাভারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে।”
আরও পড়ুনঃ এদেশে যারা অন্যায়ের রাজা হাতে চায় নেতা হতে চায়। তাদের রাজদন্ড; আমরা হবো সত্য, হাতে ন্যায়দন্ড
সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান বলেন, “আমরা রাজনীতি করি মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে। সাভারের মানুষ এখন প্রতিনিয়ত নিরাপদ চলাচলের অধিকার হারাচ্ছে। তাই নাগরিকদের স্বার্থেই দখলমুক্ত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গঠনে আমাদের আন্দোলন চলবে।”
সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি বলেন, সাভারে ময়লা ফেলার কোন জায়গা নাই। অথচ সারা ঢাকা শহরের ময়লা আমাদের সাভারে ফেলে।
ঢাকা শহরকে পরিষ্কার করবেন সাভারবাসীকে ডুবিয়ে রাখবেন। সাভার বাসস্ট্যান্ডে ৩-৪ লাইনে হকার বসানো হয়েছে। গাড়িতো দূরের কথা মানুষের হাটার সুযোগ নেই। প্রশাসন চাইলেই এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ইচ্ছার অভাব ও দুর্নীতির কারণে দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার।
মানববন্ধনে অন্যান্য বক্তারা অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে রেডিও কলোনী ইউটানে শহীদ আল আমিন চত্ত্বর, আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়াসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.