সোহরাব হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি-
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।
“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি কমিটির সম্পাদক মোঃ আব্দুর রউফ বাবু, যুব পানি কমিটির মিলন বিশ্বাস, এসএম বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, মোকাররাম বিল্লাহ ইমন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম, পানি কমিটির প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য সেলিম হোসেন, মোসলেমা খাতুন প্রমুখ।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বেতনা – মরিচ্চাপ যুব পানি কমিটির মিলন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফলে অতিরিক্ত বৃষ্টিপাতে পৌরসভার ৪ টি ওয়ার্ডের মানুষ পানিবন্দি জীবন যাপন করছে।
পানি নিষ্কাশন করার জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা এখনো দেখতে পায়নি। জলাবদ্ধতার কারণে এসব এলাকার মানুষের ডেঙ্গু ও রোগ বালাই বেড়েছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই।
আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা জানান, “এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.