সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে সুন্দরবনের আত্মসমর্পণকারী ৫৬ জন বনদস্যুর মাঝে র্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে ঈদ উপহার নগদ অর্থসহ উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮।
র্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব বনদস্যুকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রীর বিতরণকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের আত্মসমর্পনকারী বিভিন্ন বনদস্যু বাহিনীর ৫৬ জনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। তারা স্বাভাবিক জীবনে ফিরে এখন কাজকর্ম করছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। তারা যাতে ভালোভাবে ঈদ উদ্যাপন করতে পারেন, সে জন্য তাদের এই উপহার দেওয়া হয়েছে। আত্মসমর্পণ করার পর থেকে তাদের দিকে লক্ষ্য রাখা হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিচ, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। ঈদের আগ মুহূর্তে র্যাবের পক্ষ থেকে উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আত্মসমর্পনকৃত অতীতের দস্যুরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সেই শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। সরকারের পক্ষ থেকে এ সকল জল-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে অধিকাংশ মামলা বিজ্ঞ আদালত নিষ্পত্তি করেছেন। বাকি মামলাও নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ আইনি কার্যক্রম চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.