আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির সাজেক ভ্যালিতে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেকগামী প্রধান সড়কের একাধিক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সেখানে বেড়াতে যাওয়া প্রায় ৪ শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
বুধবার গভীর রাতে এবং বৃহস্পতিবার ভোরে সাজেক সড়কের বাঘাইহাট ও কংলাকের মাঝামাঝি এলাকায় একাধিক জায়গায় ভূমিধসের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাহাড়ি মাটি ও গাছপালা পড়ে থাকায় উদ্ধারকাজে ধীরগতি দেখা দিয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, গত রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। মাটি সরানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ভেকু পাঠানো হচ্ছে। যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন ৪২৫ জন পর্যটক।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, “স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ বিকালের মধ্যেই রাস্তা সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সাজেকে অবস্থানরত এক পর্যটক সুমনা আক্তার জানান, “আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। হঠাৎ পাহাড় ধসের কারণে ফিরতে পারছি না। খাবার এবং পানি নিয়ে এখনো সমস্যা হয়নি, তবে দ্রুত সমাধান প্রয়োজন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে সাজেকে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে পর্যাপ্ত খাবার ও পানীয় নিশ্চিত করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সাজেক ভ্যালি পর্যটকদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য হলেও বর্ষাকালে পাহাড় ধসের ঝুঁকি থাকে। তাই পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.