স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আজ ৩০ জুন সোমবার দুপুর ১টা ২০ মিনিটে চট্টগ্রাম নাগরিক ফোরামের অন্যতম নেতা, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী আসিফ ইকবালের শ্রদ্ধেয় পিতা মো মফিজুর রহমান (৭৪) নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম ছিলেন একজন নিরহংকার, সৎ, পরহেজগার ও সম্মানিত মানুষ। তিনি জীবনভর নীতিনিষ্ঠ জীবনযাপন করে গেছেন এবং তাঁর জীবনদর্শন সন্তানদের মধ্যে সততা ও দায়িত্ববোধের যে বীজ বপন করে গেছেন, তা আসিফ ইকবালের কর্মে ও চরিত্রে প্রতিফলিত হয়।
আসিফ শুধু একজন সাংবাদিক নন, তিনি চট্টগ্রাম নাগরিক ফোরামের সক্রিয় একজন সংগঠক ও নেতা হিসেবেও শহরের উন্নয়ন, নাগরিক অধিকার ও সত্যের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছেন। তাঁর পিতার প্রয়াণে এই সংগঠনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক শাহরিয়ার খালেদ ও প্রধান সমন্বয়ক স ম জিয়াউর রহমান।
আরও পড়ুনঃ আর্ত মানবতার সেবায় জয়ন্তকে বাঁচাতে এগিয়ে আসুন
এক যুক্ত শোকবার্তায় তাঁরা বলেন— “মরহুম একজন মহানুভব, ধর্মভীরু ও সদালাপী মানুষ ছিলেন। তাঁর আদর্শ ও মূল্যবোধ থেকে আসিফ ইকবাল যে দায়িত্বশীল নেতৃত্বে বেড়ে উঠেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি - সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ্ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।”
এই দুঃখের মুহূর্তে আমরা সবাই আসিফ ও তাঁর পরিবারের পাশে আছি।
সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.