ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ফেনী জেলার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলিজনিত কারনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রথম পূর্বে ও একই স্থানে উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিদায়ী ইউএনও মো. মোশারফ হোসাইন।
পানিশ্বর মাদানিয়া গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্বাছ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, সহসভাপতি ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি গাজী মো. আব্দুল মাজিদ।
সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার ও সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনসহ সরাইল উপজেলা মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষক প্রতিনিধিগণ এবং সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.