এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি):
সরাইল উপজেলা শাহবাজপুরের মাইমুনা আক্তার (ময়না) হত্যা মামলায় ইমাম কে তিন দিন মোয়াজ্জিমকে দুদিনের রিমান্ড দিয়েছে বিড্গ আদালত। ৯ জুলাই) বুধবার মাইমুনা আক্তার( ময়না) হত্যা মামলায় হাবলী পাড়া জামে মসজিদের ইমাম কে তিন দিন মুয়াজ্জিম কে দুদিনের রিমান্ড মন্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত ব্রাক্ষণবাড়ীয়া।
এদিকে ৫ম শ্রেনীর শিক্ষাথী মাইমুনা আক্তার( ময়না) ধষন ও হত্যার প্রতিবাদে (৮)জুলাই বেলা ১১টায় দিগে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোডের মোড়ে স্হানীয় ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কমসুচি পালিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেনীর পেশার শত শত মানুষ অংশ নেন।তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধী দের শনাক্ত করে সবোচ্চ শাস্তি মুত্যু দন্ডের দাবী জানান।
মাইমুনা আক্তার ময়না)হত্যা মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা বি এন পির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর (তপু) বলেন যতক্ষন পষন্ত ন্যায় বিচার নিশ্চিত না হয় ততক্ষন পষন্ত ময়নার পরিবারের পাশে থেকে আইনি পদক্ষেপ চালিয়ে যাবেন।
উল্লেখ্য গত রবিবার (৯জুলাই) সরাইল উপজেলা শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে দুতালা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার( ময়নার)রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সরাইল থানার পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.