প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০১৮, ৬:০২ পি.এম
সনদ প্রদানে ঘুষ: বিএমডিসিতে দুদকের আকস্মিক অভিযান

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) চিকিৎসকদের সার্টিফিকেট উত্তোলনের ঘুষ লেনদেনের অভিযোগ যাচাই করতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম বিএমডিসি ভবনে আকস্মিক অভিযান চালিয়েছে।
সোমবার সকালে দুদক কলসেন্টারে (১০৬) এ ধরনের অভিযোগ আসলে এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। পরে দুপুর আড়াইটার দিকে দুদক উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে একটি টিম বিএমডিসির বিজয়নগরস্থ কার্যালয়ে এ অভিযান চালায়। অভিযানে বিএমডিসি’র রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং সার্টিফিকেট উত্তোলনসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম দুর্নীতিমুক্ত রাখার পরামর্শ প্রদান করেন।
এ দিকে দুদক টিমের উপস্থিতিতে বিএমডিসি-এর রেজিস্ট্রার উক্ত দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন। এ সময় দুদকের পক্ষ থেকে উপস্থিত চিকিৎসকসহ সকলের কাছে দুর্নীতিবিরোধী লিফলেট ও দুদক হটলাইন (১০৬) এর স্টিকার বিতরণ করা হয়।
এ অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকদের অভিযোগকে আমলে এনে দুদক বিএমডিসিতে এ টিম পাঠিয়েছে। আশা করা যায়, এতে পরিস্থিতির উন্নতি হবে, তবে ঘুষ নেয়া হলে সে ক্ষেত্রে দুদক টিম তাৎক্ষণিক গ্রেফতার অভিযান চালাবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.