হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
জাতীয় সম্মিলিত ফোরাম( জেএসএফ ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি আসবে না। বরং সেটি আরেকটি ফ্যাসিবাদী শাসনের জন্ম দেবে।”
জেএসএফ বাংলাদেশ জুলাই ৩, ২০২৫ তারিখে এক বিবৃতিতে বলেছেন ,“দেশের ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি সুষ্ঠু রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। একটি সমাধানকৃত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং ষড়যন্ত্রকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।”
জাতীয় সম্মিলিত ফোরাম( জেএসএফ ) বাংলাদেশ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে জনগণের ত্যাগ-গৌরব-বিজয় আর নানা উত্থান-পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাইনা। তবে অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময়ের ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবারের রাজনীতির প্রধানতম অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। খবর বাপসনিউজ।
আরও পড়ুনঃ মধুপুর থানা ও আলোকদিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার
“এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন—তাদের তালিকা প্রস্তুত করতে হবে, দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”
জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.