মোঃ আলমগীর মোল্লা গাজীপুরঃ
গাজীপুরে শ্রীপুর উপজেলা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ গ্রহণ করেন এবং সাংবাদিকদের দাবিকে গুরুত্বের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—
মোবারক হোসেন (সভাপতি, রিপোর্টার্স ক্লাব) মোঃ আবুল কাশেম (সাধারণ সম্পাদক) শামীম আহমেদ (সিনিয়র সহ-সভাপতি)
শাহিন আলম (সাংগঠনিক সম্পাদক)
রফিকুল ইসলাম (প্রচার সম্পাদক)
মনসুর আহমেদ মাহফুজ হাসান সিয়াম আল-আমিন বাদল আহমেদ আশরাফুল আলম
এছাড়াও আরও অনেক সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ বগুড়ায় সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এই মানববন্ধনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা পৃথক ব্যানারে অংশগ্রহণ করে।
এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলমগীর মোল্লা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন—
“সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন পাস করে এ পেশার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে হবে।”
এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন—
“ সময় হয়েছে সিনিয়র জুনিয়র সকল সাংবাদিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একত্রে হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আইন পাস হওয়া সময়ের দাবি।”
সাংবাদিক আশরাফুল আলম বলেন—
“সাংবাদিক সুরক্ষা আইন ২০২৫ প্রণয়ন এখন আর বিলম্ব করার সময় নয়। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।”
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.