মাহমুদ শাপ উদ্দিনঃ
ফ্যাসিবাদ রুখে দাঁড়াও,
জনগণের রাষ্ট্র গড়ে তোলো
......শহীদ উদ্দিন মাহমুদ স্বপন
গতকাল ৫ আগস্ট—জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে—জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ‘এন্টি-ফ্যাসিস্ট ডে’ পালন করে। এই উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবে গণমিছিল পূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন—
ফ্যাসিবাদ শুধু একনায়কতন্ত্র নয়, এটি হলো রাষ্ট্রের নৈতিক অধঃপতনের চূড়ান্ত রূপ। এখানে আইন পরিণত হয় নিপীড়নের অস্ত্রে, সংবিধান হয়ে ওঠে শাসকের সুবিধামতো ব্যাখ্যার উপকরণ, এবং রাষ্ট্র নিজেই দাঁড়ায় জনগণের বিরুদ্ধে। ভয়, প্রপাগান্ডা ও ইতিহাস বিকৃতির মাধ্যমে গঠিত এই শাসনব্যবস্থা নাগরিক কণ্ঠরোধ করে, প্রতিবাদকে দেশদ্রোহ বলে দমন করে, এবং আত্মমর্যাদাকে পদদলিত করে।
এ এক ‘প্রভু-রাষ্ট্র’, যেখানে গণতন্ত্রের নামে নাগরিকদের পরিণত করা হয় নিঃস্ব ও নির্বাক অস্তিত্বে।
আরও পড়ুনঃ অন্তর্বতীকালীন সরকার প্রধানের প্রতি দাবি-এখনই নির্বাচন ঘোষণা করুন : ফারুক
তিনি বলেন, “ফ্যাসিবাদ প্রতিহত করতে হলে কেবল সরকারের পরিবর্তন নয়—প্রয়োজন এক মৌলিক রাষ্ট্রপরিবর্তনের দর্শন। আমাদের লড়াই হলো নতুন এক রাষ্ট্রচিন্তার জন্ম দেওয়ার সংগ্রাম, যেখানে ক্ষমতার কাঠামো জনগণের অংশগ্রহণমূলক নীতিতে পুনর্গঠিত হবে।
তিনি স্পষ্ট করে বলেন, জনগণের রাষ্ট্র মানে—প্রতিটি নাগরিকের মতপ্রকাশ, সংগঠন ও প্রতিবাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা; প্রশাসন, পুলিশ ও বিচারব্যবস্থাকে দলীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা; শিক্ষা-সংস্কৃতিতে যুক্তিবাদ, ইতিহাস ও মানবিকতার পুনরাবির্ভাব ঘটানো; এবং সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় জনগণের সক্রিয় অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।
সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন ফ্যাসিবাদ প্রতিহত করা শুধু রাজনৈতিক কর্তব্য নয়—এ এক নৈতিক দায়িত্ব। ছাত্র, শ্রমিক, কৃষক, শিল্পী, শিক্ষক ও নাগরিক সমাজকে নিয়ে আজই গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধ প্রতিরোধ। মনে রাখতে হবে—ক্ষমতার কাঠামো ভেঙ্গে না দিলে, যে কোনো সংস্কারই হয়ে উঠবে দলতন্ত্রের নবতর সংস্করণ—যা জুলাই অভ্যুত্থানের আদর্শিক অভিপ্রায় পূরণ করতে ব্যর্থ হবে।
আরও পড়ুনঃ পাকিস্তানের আবশ্যকতা ও অপরিহার্যতা, পর্ব ০৮
তিনি সতর্ক করে বলেন, “সমাজশক্তির বিকাশ ও তাদের রাষ্ট্রশক্তিতে অংশগ্রহণ নিশ্চিত না করে যেকোনো ‘সংস্কার প্রচেষ্টা’ হবে অস্থায়ী ও আত্মঘাতী। আমরা সকল দল ও মতকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমান। গণমিছিলটি প্রেসক্লাব পল্টন জিরো পয়েন্ট হয়ে গুলিস্থান জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বার্তা প্রেরক
ফারহান হাবীব
সহ-দপ্তর সম্পাদক
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.