
স ম জিয়াউর রহমান , চট্টগ্রাম থেকে :
বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বে সমাদৃত ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রসুল (দ.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কেবলা কাবার ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) জীবন দর্শন শীর্ষক সেমিনার ভূজপুর ২নং দাঁতমারা ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী জমিদার বদরুজ্জামান সিকদার বাড়ি প্রাঙ্গণে আজ (২৭ ডিসেম্বর) শনিবার, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউছিয়া, আলোচনা, মিলাদ, মোনাজাত, তবারুক বিতরণ ও মাহফিল মাইজভাণ্ডারী কালামের জলসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন। উদ্বোধক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার উপদেষ্টা মোহাম্মদ শফিউল আজম চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ।
বিশেষ আলোচক ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা প্রধান হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দাঁতমারা শাখার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউসুফ জাফর চৌধুরী শাহীন।
এতে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার শামসুল আলম, এসএম মোরশেদুল আমীন, কাজী মুহাম্মদ হারেজ, আসগর আলী, আমীর খসরু এবং "ক" জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলাউদ্দিন, গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ নুরুল হুদা মেম্বার, মোহাম্মদ আনিস উদ্দিন সোহেল প্রমূখ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.