শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের অসমাপ্ত ৪ কিলোমিটার অংশের নির্মাণ দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ আনোয়ার হোসেন।
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের কালাকুড়ের পার থেকে হৃদয়ের মোর পর্যন্ত এলজিআরডির অধীনে থাকা অসমাপ্ত ৪ কিলোমিটার সড়ক নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) চরাঞ্চলের কড়ুইতলা মোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা জানান, গত ২৭ মাস ধরে সড়কের কাজ বন্ধ থাকায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রহ্মপুত্র নদের উত্তর পাড়ের পাঁচটি ইউনিয়নের একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়
কালাকুড়ের পার থেকে চর খরিচা হৃদয়ের মোর পর্যন্ত এলজিআরডির অসমাপ্ত ৪ কিলোমিটার সড়ক মেরামতে অবিলম্বে কার্যাদেশ জারি করতে হবে।
সড়কের পাশের এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্য ক্ষতির জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
চলাচলের অযোগ্য সড়কের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য জনাব মনির হোসেন।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য ও নদী, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইবনুল সাঈদ।
এছাড়া বক্তব্য রাখেন বাগানবাড়ি এসইএল মডেল একাডেমির শিক্ষক মোঃ ইউয়ানুল আসাদ, গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি পদপ্রার্থী সারোয়ার সরকার, জনপ্রিয় মুখ ওমর ফারুক, মোঃ জাকির, সাহাবউদ্দিন, গুলজার হোসেন খা ও ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.