স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, শফিউল বারী বাবু জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের কাছে একটি অনুপ্রেরণার নাম। তিনি ছিলেন একজন দক্ষ, বলিষ্ঠ ও দায়িত্বশীল সংগঠক। তার নেতৃত্ব ও আদর্শ ছাত্র রাজনীতিকে একটি নতুন মাত্রা দিয়েছিল।
শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতির এক নির্ভিক সৈনিক। দল ও দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মতো ত্যাগী, সৎ, সাহসী ও আদর্শবান নেতা বিএনপিতে অভাব রয়েছে।
তার অমায়িক আচরণের কারনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। আমি তাঁর রুহের মাঘফেরাত কামনা করছি। দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।
আজ ২৯ জুলাই (মঙ্গলবার) বাদ আসর নসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু'র ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল পূর্ববর্তী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে মরহুম শফিউল বারী বাবু'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু'র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান।
এইচ এম রাশেদ খান বলেন, শফিউল বারী বাবু ভাই জাতীয়তাবাদী রাজনীতির একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কর্মময় জীবনের মাধ্যমে তিনি হাজারো তরুণের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, বিএনপির কঠিন সময়ে যখন অনেকে পাশে ছিলেন না, তখন বাবু ভাই সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু নেতা ছিলেন না- তিনি আমাদের আদর্শ, শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন। তাঁর অবদান বিএনপি পরিবার কখনো ভুলে যাবে না।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক, সিরাজুল ইসলাম ভূঁইয়া, এম. আবু বক্কর রাজু, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, গোলাম সরোয়ার, মো. আলমগীর,
এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম নয়ন, সদস্য সাজ্জাদ হোসেন, শাহাদাত হোসেন সোহাগ, মোখলেছুর রহমান, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, মো. জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), ইমরান সিদ্দিকী জ্যাকশন, জাকির হোসেন মিশু, মীর কাসেম, মো. জসিম উদ্দিন, মো. ইব্রাহীম, রাশেদ পাটোয়ারীসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.