চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ২০ জুন শুক্রবার ফটিকছড়ি উপজেলাধীন হাইচদকিয়াস্থ পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে স্থানীয় এলাকাবাসীর মাঝে ১,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মোজাম্মেল হক। এ সময় প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সবাইকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন জানে আলম, এক্টিভিটিজ রিজওনাল চেয়ারম্যান লায়ন ফোরকানুল আমিন, সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই), সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার সিকদার,
অ্যাডভোকেট লায়ন সেলিম, অ্যাডভোকেট লায়ন এয়াকুব, অ্যাডভোকেট লায়ন কাশেম, লায়ন নারায়ণ আচার্য্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অর্চনা রানী আচার্য্য, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন ইসমাইল হোসেন, লায়ন বিপুল সরকার, লায়ন কার্তিক আচার্য্য, লায়ন পুষণ পাল, লায়ন সয়ন আচার্য্য, লায়ন দীপ আচার্য্য, লায়ন তরুণ কুমার আচার্য্য কৃষ্ণ, লায়ন মারুফা আকতার।
অনুষ্ঠানে উপস্থিত সবাই নতুন কমিটি নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোছলেম উদ্দিন আহমেদ অপু প্রদত্ত একতাই শক্তি এই কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির আগামী সেবাবর্ষ সুন্দরভাবে পরিচালনা করার ব্যাপারে একমত পোষণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.