চট্টগ্রাম থেকে :
বিশ্বের বৃহত্তম ও সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলদেশের অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির নিয়মিত মাসিক সভা জেলার হেড কোয়ার্টারের প্রকৃতি হলে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভিডিজি লায়ন মুহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন জেলার সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, আরসি হেড কোয়ার্টার কসমোভ্যালি মুহাম্মদ খোরশেদ আলম, লায়ন মো. নাজিম উদ্দিন, আরসি হেড কোয়ার্টার লায়ন জানে আলম, লায়ন কামাল উদ্দিন, লায়ন কামরুন নাহার বেগম, লায়ন স্বপন চন্দ্র সাহা, লায়ন মোরশেদুল ইসলাম, লায়ন টিপু কামাল, লায়ন অপু চক্রবর্তী, লায়ন মোহাম্মদ ইসমাইল, লায়ন রাজু আচার্য, লায়ন বিপুল সরকার, লায়ন তরুণ কুমার আচার্য, লায়ন রূপনা আচার্য।
সংগঠনের সেক্রেটারী সলিল আচার্যের সঞ্চালনায় সভার আলোচ্য বিষয় ছিল: অক্টোবর সার্ভিসের পর্যালোচনা, ডিউজ কালেকশন ও বিবিধ। সভায় অক্টোবর সেবা সার্ভিসে ১০টি প্রোগ্রাম করার সিদ্ধান্ত হয়। প্রোগ্রামগুলো হবে ফ্রি চিকিৎসা সেবা, টাইফয়েড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস টেস্ট, হেপাটাইটিস বি টেস্ট, চক্ষু টেস্ট, ট্রি প্ল্যানটেশন ইত্যাদি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.