মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ঋণের চাপ সইতে না পেরে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ সেলিনা বেগম(৩৬)।
বুধবার (১৮ জুন) কক্সবাজার চকরিয়া উপজেলার বুমু বিলছড়ি ইউনিয়নের বমু নয়া পাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা মাতামুহুরি নদীতে ঝাঁপ দেয় ওই নারী। সেলিনা বেগম (৩৬) একই এলাকার রোস্তম আলীর (৪২) স্ত্রী।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে সেলিনা বেগম (৩৬) ১৫ হাজার টাকা ঋণ গ্রহণ করে। ২০১৮ সাল থেকে সেই ঋণের কিছু অংশ বকেয়া থাকায় তা বর্তমানে সুদে-আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হয় বলে দাবি করে লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাঠ কর্মীরা।
ঋণের চাপ সইতে না পেরে স্থানীয়দের লোকলজ্জা ও স্বামীর অত্যাচারের ভয়ে খরস্রোতা মাতামুহুরি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ ভালুকায় যৌথবাহিনীর অভিযানে ছাত্রদলের দুই নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার
এ বিষয়ে জানতে চাইলে, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর শুক্কুর বলেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। ১৫ হাজার টাকা সুদে- আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হতে পারে না। এখানে ভিন্ন কিছু থাকতে পারে। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.