মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বৃহত্তর বান্দরবান পার্বত্য জেলার লামায় দুর্গম পাহাড়ি জনপদে যাতায়াতে দুর্ভোগের শিকার বেশিরভাগ পাহাড়ি আদিবাসী জনগণ । যার ফলে এ এলাকার জনগণ বঞ্চিত হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ-সকল প্রকার মৌলিক অধিকার থেকে ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লামা উপজেলার ১ নং গজালিয়া ইউনিয়নের বাইশ পাড়ি থেকে বটতলী মুসলিম পাড়া ২ নং লামা সদর ইউনিয়নের মেওলার এবং , ফাঁসিয়াখালী ইউনিয়নের কবিরার দোকান হইতে বাগাইছড়ি, বাগাইছড়ি হইতে হায়দার নাশি হারগাজা হইতে সাপের ঘাটা, ৪ নং আজিজ নগর ইউনিয়নের সিওরতলী হইতে গজালিয়া সড়ক সংযোগ, ৫ নং সরাই ইউনিয়নের লেমোপালং হইতেl লূলাইৎ সড়ক,,
৬ নং রূপসীপাড়া ইউনিয়নের রূপসী পাড়া হইতে সিং কুম ঝিরি সড়ক, ৭ নং ফাইতং ইউনিয়নের সুয়ালক সড়ক হইতে বানিয়ারচরা সড়ক ব্যবস্থা চরমে । তাছাড়াও লামা পৌর শহর থেকে থেকে রূপসীপাড়া সড়কটির বেহালদশা দেখার কেউ নেই।
আরও পড়ুনঃ মূখে মধূ ও অন্তরে বিষ। ৫৬ বছর ধরে চলছে চলমান লূট পাটের কাহিনি এই জাতি এদের কাছ হতে কিছু ই পাবে না
অর্থাৎ কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই মত। সরে জমিনে গিয়ে আরো দেখা গেছে, লামা - সুয়ালক সড়কের সরই কেজুপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক স্থান মরণ ফাঁদে পরিণত হয়েছে । এ সকল সড়ক গুলো লামা উপজেলা এলজিইডি কর্তৃক নির্মিত।
এ ব্যাপারে লামা এলজিইডি কর্মকর্তা আবু হানিফ এর সাথে আলাপকালে তিনি সন্তোষ জনক জবাব দিতে পারেনি। লামা উপজেলার বিভিন্ন যাতায়াতের রাস্তা গুলো গিয়ে দেখা গেছে, লামা উপজেলার ১ নং গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লূলাই মুরং বাজার হইতে কচু ছড়া পাড়া যাতায়াত রাস্তার অবস্থা খুবই নাজুক।
যার স্থলে এসব এলাকার ছাত্র-ছাত্রী এবং গ্রামের লোকজন নিত্য নৈমিতিক প্রয়োজনে স্থানীয় বাজার ও হাট থেকে মালামাল বহন করে নিয়ে আসা অনেক কষ্টকর। এভাবে ১ নং গজালিয়া ইউনিয়নের ২২টি উপজাতি পল্লীর লোকজন চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত ।
এ ব্যাপারে পাহাড়ি উপজাতি ও অ-উপজাতি জনগোষ্ঠী সড়ক ও জনপদ ও এল জি ই ডি ঊর্ধ্বতম কর্মকর্তাদের জরুরী আশু হত কামনা করছেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.