ডালিম কুমার দাস টিটু :
লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হল সরকারের ১২ কোটি টাকার সম্পদ। বুধবার (২৫জুন) জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিরদোনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি অবৈধ দখলদাররা দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে দখল করে নির্মাণ করেছেন বাড়িঘর দোকানপাট এমনকি বহুতল ভবনও।
দীর্ঘ সময় পর্যন্ত বারবার চেষ্টা করার পরও এ সকল অবৈধ দখলদারদেরকে দখল থেকে সরাতে পারেনি। কমলনগর উপজেলাটি একটি নদী বেষ্টিত এলাকা। কমলনগর উপজেলার এই হাজিরহাট বাজারের উপর দিয়ে বয়ে গেছে একটি খাল।
খালটির নাম জারিরেদোনা খাল। এই খালের উপরে অবৈধ দখলদারেরা বিভিন্ন রকম দোকানপাট বাড়ি ঘর নির্মাণ করার কারণে খালটির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বর্ষাকালে এই হাজিরহাট বাজারে দোকানপাট, ঘরবাড়ী এলাকার সাধারণ মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের । অবশেষে সাধারন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
প্রথম পর্যায়ে জারির-দোনা খালের উপরে নির্মিত ১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করে অবৈধ ভাবে দখল করা দোকানপাট বাড়ি ঘর উচ্ছেদ করা হলো। প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রশাসন অবৈধ দখলদারদেরকে সতর্কবার্তা দিয়েছেন।
উদ্ধার কাজ পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান। কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ (২৫ জুন) সকাল সাড়ে আটটা থেকে উচ্ছেদ অভিযান চলছে, দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলবে।
জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পদ উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান বলেন, সকাল থেকে জারির দোনা খালের উপর দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তিরা । জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ আমরা কমলনগরের হাজিরহাট বাজারের ৭৫ টি দোকান উচ্ছেদ করি।
আরও পড়ুনঃ শাজাহানপুরে গভীররাতে ছুরিকাঘাতে ১ জন যুবক নিহত…
ছাড়াও তিনি বলেন বাজারের চার জন দখলদার কোট থেকে স্টে অর্ডার এনেছে ১৫ দিনের জন্য। ১৫ দিন পরে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান এর নেতৃত্বে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনী।
এভাবে অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে সরকার যেমন তার রাজস্বে মজবুত করতে পারবে সেইসাথে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.