মোঃ এরশাদ আলী, রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ ও সহকারী কমিশনার (ভূমি)র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর বরণ ও সহকারী কমিশনার (ভূমি)'র বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ কফিল উদ্দিন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, লংগদু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, লংগদু উপজেলা প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের আবশ্যিকতা:- পর্ব ০৬
পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান।
এসময়ে লংগদু উপজেলা প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, লংগদু উপজেলা যোগদান করে এলাকার পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে, আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়। তিনি লংগদু উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি সকলের সহযোগিতা কামনা করেন এবং লংগদু প্রেসক্লাবের ভবন নির্মাণ ও জমি সংক্রান্ত বিষয় ও উপজেলা ক্রীড়া সংস্থার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.