মোঃ এরশাদ আলী, রাঙামাটি প্রতিনিধি :
"মানবতার কল্যাণ,ঐক্যবদ্ধ মোরা ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে বুকে ধারণ করে রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম বড়মাঠ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় বর্গাচাষি ফরিদ আলমের ঘরে নির্মাণ করে দিলেন লংগদু উপজেলা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন " ছায়ানীড়, লংগদু" পরিবার।
২৮ জুন (শনিবার) বেলা ১১ টায় উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়ানীড় লংগদু" এর সিনিয়র সহ-সভাপতি, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল হক নেতৃত্বে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় গৃহহীন ফরিদ আলমকে তার জন্য নির্মিত ঘরটি হস্তান্তর করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন "ছায়ানীড় লংগদু" এর সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির আহমেদ, "হৃদয়ে ভাসান্যা আদম" এর প্রতিষ্ঠাতা মোঃ মহিউদ্দীন আজাদ, সিনিয়র সহ-সভাপতি- মোঃ এমরান হোসাইন, স্থায়ী কমিটির সদস্য- মোঃ মনির হাসান সহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার এবং হৃদয়ে ভাসান্যা আদম-এর মানবিক স্বেচ্ছাসেবীরা।
উল্লেখ্য যে, উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়মাঠ গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ আলম একজন বর্গা কৃষক। তিন কিশোর, শিশু সন্তান নিয়ে তার অসহায় জীবন সংগ্রাম।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়ের লংগদু এর সদস্য সচিব আল আমিন ইমরান জানান, বিগত ২১ মার্চ/২৫ পবিত্র রমজান মাসে শিশু সন্তানদের ঘরে রেখে স্বামী-স্ত্রী দুজনে বর্গা কৃষি জমিতে কাজ করছিলেন।
এমতাবস্থায় হঠাৎ ঘরের চুলা হতে সৃষ্ট আগুনে বসত ঘরসহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। গায়ের কাপড় ছাড়া কোন কিছুই ছিল না। ভাগ্যক্রমে সন্তানগুলো বেঁচে যায়। এমন পরিস্থিতিতে স্থানীয় মানবিক সংগঠন হৃদয়ে ভাসান্যা আদম, তাৎক্ষণিক অসহায় পরিবারটির পাশে দাঁড়ালে গৃহহীন পরিবারটি আশ্রয় নেয় প্রতিবেশী ইউপি সদস্য আনিছুর রহমান বাসায়।
আরও পড়ুনঃ নারীকে ঘরের দরজা ভেঙে ধ*/র্ষণ, আটক ৫
দীর্ঘ প্রায় আড়াই মাস পরিবারটি সেখানে আশ্রিত থাকেন। এসময়ে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ দরিদ্র পরিবারটিকে নগদ ১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। যা সঞ্চিত রাখেন।
অসহায় বর্গাচাষি ফরিদ পূনরায় গৃহ নির্মাণ করার মত সমর্থ্য না থাকায় "হৃদয়ে ভাসান্যা আদম" এর প্রতিষ্ঠাতা এবং ছায়ানীড়,লংগদু পরিবারের সদস্য মহিউদ্দিন আজাদ অসহায় বর্গাচাষি ফরিদের গৃহ নির্মাণের জন্য মানবিক সহায়তার প্রস্তাব করলে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "ছায়ানীড় লংগদু" পরিচালনা পর্ষদে আলোচনা পর্যালোচনা করে অসহায় দরিদ্র পরিবারটির জন্য গৃহ নির্মাণে সহায়তার জন্য অবশিষ্ট ফান্ড গঠন করে।
অতঃপর সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "হৃদয়ে ভাসান্যা আদম" এর সার্বিক তত্ত্বাবধানে গৃহহীন ফরিদ আলমের জন্য গৃহ নির্মাণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.