মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বাজারের মধু জুয়েলারী কারখানার ব্যবসায়ী ও তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার বাসিন্দা সৈকত বিশ্বাস(২৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার র্যাবের পোশাক পরিহিত দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
গত ২৬জুলাই শনিবার রাতে ঢাকার তাঁতীবাজার থেকে লেগুনা করে বাড়ি ফিরে আসার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। রাবের পোশাক পরিহিত ৭/৮ সদস্যের একদল দুর্বৃত্ত প্রথমে ব্যবসায়ী সৈকত বিশ্বাসের বহনকারী লেগুনার গতিরোধ করে। পরে তাকে মারপিট করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এসময় ব্যবসায়ী সৈকত বিশ্বাসের কাছে থাকা নগদ ১লাখ ৭হাজার টাকা, ১জোড়া রুপার পায়েল, স্বর্ণেে দুইটি চেইন ও সাত ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। পরে ব্যবসায়ীকে মতিঝিল দিলকুশা ইউনুস টাওয়ারের পাশে ফেলে রাখে। খবর পেয়ে তার আত্মীয়-স্বজনরা যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে উদ্ধার করে।
ব্যবসায়ী সৈকত বিশ্বাস জানায়, গত ২৬জুলাই শনিবার ব্যবসায়ীক কাজের জন্য ঢাকার তাঁতী বাজার যায়। সেখানে পুরনো স্বর্ণ বিক্রি, ক্রয়কৃত ও হলমার্ক করা স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ি-ডেমরা সড়কের মৃধাবাড়ী এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসে র্যাবের পোশাক পরিহিত ৭/৮জন লোক তাদের বহনকারী লেগুনা গাড়ির গতিরোধ করে।
আরও পড়ুনঃ বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত সভাপতির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরে তাকে মারধর করে জোরপূর্বক লেগুনা থেকে নামিয়ে দুর্বৃত্তদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তার কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ টাকা ও ক্রয়কৃত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে রাজধানীর মতিঝিল এলাকায় তাকে ফেলে যায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানা পুলিশ পরিদর্শক(অপারেশনস্) খালেদ হাসান বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারে ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
যাত্রাবাড়ী থানা ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, র্যাবের পোশাক পরিহিত লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.