স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ২২ ও ২৩ জুন, ২০২৫ইং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং কক্সবাজার জেলার জেলা প্রশাসক, মোহাম্মদ সালাহ্উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান, মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার, মোঃ সাইফুদ্দীন শাহীন ও অতিরিক্ত ডিআইজি (সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) টুরিষ্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন, মোঃ আপেল মাহমুদ মহোদয়গণের মধ্যে তাঁদের নিজ নিজ অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং দেশের একমাত্র পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন শিল্প সংশ্লিষ্ট আবাসন ব্যবস্থাপনা ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ বিরাজমান স্থবিরতা ও পর্যটকদের নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য উল্লেখিত বিষয়গুলো সমাধান করতে পারলে পর্যটন খাত থেকে সরকার শতশত কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজারে রিহ্যাব সদস্যগণ হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রকল্পের নির্মাণ অনুমোদন না পাওয়ার কারণে এক দিকে ডেভেলপার, ভূমিমালিক, ফ্ল্যাট ক্রেতা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে সরকারও শতশত কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় তিনি কক্সবাজার পর্যটন শিল্পে বিরাজমান স্থবিরতা নিরসনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগীতা কামনা করেন।
আরও পড়ুনঃ এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল
মতবিনিময় সভায় কক্সবাজার জেলার জেলা প্রশাসক, মোহাম্মদ সালাহ্উদ্দিন পর্যটন শিল্প সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রিহ্যাব এবং কক্সবাজারের সকল অংশীজনদের নিয়ে আগামী জুলাই ২০২৫ এর মধ্যে একটি সমন্বয় সভা আয়োজন করার সিদ্ধান্ত প্রদান করেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর চেয়ারম্যান, মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার, মোঃ সাইফুদ্দীন শাহীন ও অতিরিক্ত ডিআইজি (সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত) টুরিষ্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন, মোঃ আপেল মাহমুদ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সমন্বয় সভা আয়োজনের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, মিস শারিস্থ বিনতে নূর, মোঃ মাঈনুল হাসান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.