প্রতিবেদকঃ আনোয়ার হোসেন
রাজনীতির পালাবদলের সময় এসেছে নতুন কিছু গড়ার। দীর্ঘদিনের ঘুনে ধরা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশপ্রেমিক সুশীল মানুষের হাত ধরে আত্মপ্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার প্রধান কার্যালয়ে প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে নতুন এই আন্দোলনের অভিষেক অনুষ্ঠিত হয়।
আইনজীবী, সমাজসেবী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হয়েছেন। মূলত তিন বছর আগে থেকে এ উদ্যোগ শুরু হলেও এর শেকড় আরও গভীরে—২০১০ সালে গঠিত রাষ্ট্র চিন্তা নামের একটি সংগঠনের মাধ্যমেই এর সূচনা। সেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরবর্তীতে দেশের মঙ্গল ও ভিন্ন ধারার চিন্তা-চেতনাকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ *ইবাদতে মধ্যপন্থা অবলম্বন: সুন্নাহর* *আলোকে সঠিক জীবন দর্শন*
বর্তমানে সারাদেশে রাষ্ট্র চিন্তা-র সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। ইতিমধ্যেই ৩০টি জেলা কমিটি গঠিত হয়েছে এবং সদস্য সংগ্রহ কার্যক্রমও চলছে।
আয়োজকরা জানান, স্বাধীনতার ৫৫ বছর পরও কাঙ্ক্ষিত উন্নতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তাই পুরানো খোলস ভেঙে নতুন আশা নিয়ে এই আন্দোলন যাত্রা শুরু করেছে। তাদের প্রত্যাশা রাষ্ট্র সংস্কার আন্দোলন গণমানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রকৃত জনকল্যাণে কাজ করবে এবং একটি সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করবে।
অভিষেক অনুষ্ঠানে নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রাণ প্রকৃতি প্রতিবেশ পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সৈয়দ রানা প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে ফুল দিয়ে বরণ করেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.